২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম যুক্তরাষ্ট্রে গির্জার ভিতর বন্দুক হামলার ঘটনায় চার জন নিহত হয়েছেন, আরও আটজন হয়েছেন আহত। নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছে। গতকাল রোববার (মিশিগানের স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে এই হামলার ঘটনা ঘটে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য রোববার একটি বিশেষ দিন; এদিন চার্চে হয় সামষ্টিক প্রার্থনা বা ‘মাস’। এই সুযোগকে কাজে লাগিয়ে হামলাকারী গির্জায় ঢুকে নির্বিচারে গুলি চালায়। কেন সে এমন ভয়ংকর কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ হামলাকারীর অতীত জীবন, বাসস্থান এবং ফোন রেকর্ড খতিয়ে দেখছে। চোখের পলকে ঘটে যায় ভীতিকর সেই দৃশ্য। স্থানীয় সময় রোববার সকালে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন গ্র্যান্ড ব্ল্যাংকের একটি গির্জায়। ঠিক তখনই থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০) নামের এক সাবেক মার্কিন সেনা...