ইসরায়েলের চলমান হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (২৮ সেপ্টেম্বর) জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত অন্তত ৬৬ হাজার ৫ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে দু’জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এ সময়ে ৩৭৯ জন আহত হয়েছেন। ফলে এ পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজার ১৬২ জনে। খবর আনাদোলুর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে ৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। শুধু সাহায্য নিতে গিয়েই এ পর্যন্ত দুই হাজার ৫৬৬ জন নিহত এবং ১৮ হাজার ৭৬৯ জন আহত হয়েছেন, যা আন্তর্জাতিক মহলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। গত ১৮ মার্চ থেকে...