ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সহিংসতা, অপতথ্য ও প্রশাসনিক চ্যালেঞ্জ সামাল দিতে না পারলে নির্বাচনের স্বচ্ছতা ব্যাহত হতে পারে মনে করেন বিশিষ্টজনরা। তাদের মতে, বর্তমান প্রেক্ষাপটে ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আস্থা ফিরিয়ে আনা, মেরুদন্ড শক্ত রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারলে ইসি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, তবে গতানুগতিক ধারায় নির্বাচন হলে বিগত কমিশনের মতো পরিণতি ভোগ করতে হবে। গতকাল রবিবার নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে বিশিষ্টজনরা এসব কথা বলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ করছে ইসি। ধারাবাহিক বৈঠকের প্রথম দিনে দুই দফায় শিক্ষাবিদ, সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের সঙ্গে সংলাপ করে তারা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা...