যুক্তরাষ্ট্রে গির্জার ভিতর বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হন আটজন। এ ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারীও। বেপরোয়াভাবে গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নিসংযোগ করে হামলাকারী। এতে ভবনের বেশ ক্ষয়ক্ষতি হয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে ঘটেছে এ ঘটনা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য রবিবার বিশেষ পবিত্র দিন। ধর্মবিশ্বাসী খ্রিস্টানরা এদিন চার্চে প্রার্থনায় অংশ নেয়। এই গণ-প্রার্থনাকে বলা হয় ‘মাস’। অন্যান্য রবিবারের মতো গতকালও ওই গির্জায় ‘মাস’ এর প্রস্তুতি চলছিল। শতাধিক মানুষ উপস্থিত ছিলেন সে সময়। অকস্মাৎ বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে চার্চের ভিতর ঢুকে পড়ে হত্যাকারী এবং অ্যাসল্ট রাইফেল হাতে নির্বিচারে গুলি চালানো শুরু করে। হামলার পর সেই গির্জা ভবন থেকে সরে যায় সে। হত্যাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)।...