সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কেএম আব্দুল মান্নান। তিনি মন্ত্রীর ছত্রছায়ায় একটি সিন্ডিকেট গড়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক মো. সাহিদুর রহমান ও উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টুর সমন্বয়ে গঠিত দুই সদস্যের একটি দল কাজটি করছে। জানা গেছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন আব্দুল মান্নান। তিনি আইনমন্ত্রীর প্রভাবকে ব্যবহার করে সারা দেশের রেজিস্ট্রি অফিসগুলোকে এককভাবে নিয়ন্ত্রণ করতেন। তিনি নিয়ন্ত্রণের কাজটি কবজায় রাখতে বিভিন্ন জেলা রেজিস্ট্রার ও সাবন্ডরেজিস্ট্রারকে নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। ওই সিন্ডিকেটের মাধ্যমে আর্থিক সুবিধার বিনিময়ে কর্মকর্তান্ডকর্মচারীদের পদোন্নতি ও ভালো জায়গায় পোস্টিং দিতেন এবং...