গাজায় ইসরায়েলের তীব্র বোমা হামলায় হাসপাতাল ও বহু তলা আবাসিক ভবন ধ্বংস হয়েছে। স্থানীয় চিকিৎসকরা একে “ভয়াবহ পরিস্থিতি” বলে বর্ণনা করেছেন।গাজার সবচেয়ে বড় আল-শিফা হাসপাতালে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। হাসপাতালের মেডিকেল পরিচালক হাসান আল-শাইর জানিয়েছেন, প্রচণ্ড ভয় ও অনিশ্চয়তার মধ্যে চিকিৎসক ও নার্সরা জীবন বাঁচানোর চেষ্টা করছেন। জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। প্রায় ১০০ জন রোগী বর্তমানে অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।ইসরায়েলি ট্যাংক ঘেরাও করে রেখেছে আল-হেলোউ হাসপাতাল, যেখানে ক্যান্সার ওয়ার্ড ও নবজাতক বিভাগ রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে থাকা ৯০ জনেরও বেশি ডাক্তার, নার্স ও রোগী বের হতে পারছেন না।গাজা সিটির রেমাল ও সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনী একের পর এক বহুতল ভবন ধ্বংস করেছে। মেক্কা টাওয়ারসহ অন্তত ৫০টি বহুতল ভবন সাম্প্রতিক সপ্তাহগুলোতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ...