গত বছরের জুলাই-আগস্টে ব্যাপক হত্যাকা-, নির্যাতনসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ভিডিও দেখানো হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গতকাল রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের দেওয়া ১৭টি ভিডিও প্রদর্শন করা হয়। এদিন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫৪তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আলমগীর। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে শেষ সাক্ষী আলমগীর। গতকাল তার জবানবন্দি শেষ না হওয়ায় অসমাপ্ত জবানবন্দির জন্য আজ সোমবার দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রয়াত লেখক-গবেষক বদরুদ্দীন উমরের তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে প্রসিকিউশন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। গতকাল শুনানির শুরুতে ট্রাইব্যুনালে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারি দেখানো...