রাজনীতিতে নাম লিখিয়েছিলেন তামিল অভিনেতা বিজয় থালাপতি। তার নিজের রাজনৈতিক দলের এক জনসভায় গত শনিবার পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটে। এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি। সেদিন রাতে ভারতের তামিলনাড়ুর কারুর ভ্যালিতে বিজয় তার নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’–এর জনসভা করেন। সেখানে প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতে আসা ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৩৯ জন নিহত হন, যাদের মধ্যে ১০টি শিশু ও ১৬ জন নারী। এছাড়া, এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে ৫১ জনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর তামিলনাড়ু সরকার নিহতদের প্রতিটি পরিবারকে ১০ লাখ রুপি (প্রায় ১৩ লাখ টাকা) এবং আহতদের পরিবারকে এক লাখ রুপি (প্রায়...