সময়ের ধারায় আজকের দিনটি শুধু একটি তারিখ নয়, বরং ইতিহাসের নানা বাঁকের সাক্ষী। এই দিনে ঘটেছে বিশ্ব-রাজনীতি, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির বহু গুরুত্বপূর্ণ ঘটনা; জন্মেছেন অনন্য ব্যক্তিত্ব, যাঁদের অবদান মানবসভ্যতাকে করেছে সমৃদ্ধ।আসুন, ফিরে দেখি—আজকের দিনে ইতিহাসের পাতা কী গল্প বলছে। ১৩৯৯ – ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের সিদ্ধান্তে সিংহাসনচ্যুত হন।১৪৪৮ – ক্রিশ্চিয়ান প্রথম ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।১৫২১ – অটোমান সাম্রাজ্যের সুলতান সোলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের সেনাবাহিনী বেলগ্রেড দখল করে।১৭৬০ – রাশিয়া ও অস্ট্রিয়ার সেনাবাহিনী যৌথভাবে বার্লিন দখল করে।১৮২৯ – লন্ডনে প্রথমবারের মতো পুলিশ বাহিনী দায়িত্ব পালন শুরু করে।১৮৯২ – বিশ্বের প্রথম নৈশকালীন ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।১৯০৬ – মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের মুখে বুলগেরিয়া মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী সরকার গঠন করেন।১৯২৯...