বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এক যুগের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। নিজেকে ভেঙে বার বার প্রমাণ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বিয়ে করে সংসারী হয়েছেন। এক সন্তানের জননী আলিয়াতে মুগ্ধ তার বাবা পরিচালক মহেশ ভাট। কন্যা আলিয়াকে নিয়ে গর্বিত মহেশ ভাট। হিউম্যানস অব বম্বেকে দেওয়া সাক্ষাৎকারে মহেশ ভাট বলেন, “মা হওয়ার পরও অভিনয়ের প্রতি আগ্রহ এতটুকুও কমেনি আলিয়ার। আলিয়া আমাকে চমকে দিয়েছে; আমি ভাবিনি ও এতটা সক্ষম। ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’ সিনেমা দিয়েও আলিয়া আমাকে অবাক করেছিল। আমি মেরিল স্ট্রিপের একজন বড় অনুরাগী। আমি আলিয়াকে বলেছিলাম, ‘তুমি ওর কাজ দেখো, তখন বুঝবে তুমি এখনো এই শিল্পের খুব সামান্য অংশই ছুঁয়েছ।” মা হিসেবে দায়িত্ব সামলে অভিনয়জীবনেও সমান মনোযোগী আলিয়া। তা স্মরণ করে মহেশ ভাট বলেন, “আলিয়া রণবীরকে পছন্দ...