এক মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার পর খাগড়াছড়ির গুইমারা এলাকায় গত কয়েক দিন ধরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ১৪৪ ধারার মধ্যেই রবিবার সেখানে ব্যাপক সহিংসতা হয়েছে, গুলিতে নিহত হয়েছেন আন্তত তিনজন। এমন পরিস্থিতিতে সেখানকার সব রাজনৈতিক নেতাদের ও জনসাধারণকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যেকোনো ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)। রবিবার (২৮ সেপ্টেম্বর) আইএসপিআর এক বিবৃতিতে জানায়, গত ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল এবং অঙ্গসংগঠন সমূহ দীঘিনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলশ্রুতিতে তিন জন নিহতসহ বেশ কিছু এলাকাবাসী আহত হয়।...