তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের নিন্দা জানিয়েছে ইরানের পার্লামেন্ট। এই পদক্ষেপকে অবৈধ উল্লেখ করে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রোববারের অধিবেশনে স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, ইউরোপের যেই তিন দেশ এই পদক্ষেপের পেছনে দায়ী, ইরানের পাল্টা প্রতিক্রিয়া ভোগ করতে হবে তাদের। তিনি আরও বলেন, আর যদি কোনো দেশ এই অবৈধ পদক্ষেপের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার...