ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। চলমান সংঘাতে নিহতদের অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক, যাদের অনেকেই প্রাণ হারিয়েছেন ইসরায়েল ঘোষিত তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ বা বাফার জোনে। আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৭৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। শনিবার একদিনেই গাজা উপত্যকাজুড়ে হামলায় কমপক্ষে ৯২ জন নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ৪৫ জন মারা গেছেন গাজা সিটিতেই। সবমিলিয়ে গাজায় মৃত্যু ৬৬ হাজার ছাড়িয়েছে। গাজার সরকারি গণমাধ্যম অফিস অভিযোগ করেছে, ইসরায়েল জনগণকে বিভ্রান্ত করতে নিরাপদ অঞ্চলের ঘোষণা দিচ্ছে, অথচ বাস্তবে সেই অঞ্চলগুলোতেই হামলা চালানো হচ্ছে। অফিসটির তথ্য অনুযায়ী, গাজা সিটি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতি শুরুর পর ১১ আগস্ট...