গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে অন্তত ৪০ জন। সেই সঙ্গে অনাহার ও চিকিৎসার অভাবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নুসেইরাত শরণার্থী শিবির ও গাজা সিটিতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হাসপাতাল সূত্র জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরে অন্তত ১০ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি এবং গাজা সিটিতে ১৫ জন নিহত হয়েছেন। হামলায় অনেক অবকাঠামো, আবাসিক এলাকা ও ভবনে ধ্বংস হয়েছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। হামাস জানিয়েছে, গাজা সিটিতে ২ ইসরায়েলি জিম্মির সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের জীবন ঝুঁকির মধ্যে আছে জানিয়ে, আগামী ২৪ ঘণ্টা বিমান হামলা বন্ধের...