শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ির চট্টগ্রাম-২ অঞ্চলের প্রাথমিক বাছাইপর্ব সম্পন্ন হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর, পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হল রুমে অনুষ্ঠিত বাছাইপর্বে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শত শত প্রতিযোগী অংশ নেয়। দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারকমণ্ডলীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিটিভির নিয়ন্ত্রক (ক্যামেরা) মো. শহিদুল ইসলাম, বিজ্ঞাপন নির্বাহী মো. সিদ্দিকুর রহমান, প্রযোজক উম্মে হাবিবা দীনা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) সহকারী পরিচালক মো.শরীফুল ইসলাম। এই অঞ্চলের বাছাইপর্বে তিন পার্বত্য জেলার মোট ২৪৩ জন শিশু-কিশোর রেজিস্ট্রেশন করে। এর মধ্যে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৫৪ জন প্রতিযোগী...