যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মরমনদের একটি চার্চে বন্দুকধারীর হামলা ও অগ্নিকাণ্ডে অন্তত ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনে জানান, স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জরুরি কল পাওয়ার মাত্র আট মিনিট পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গুলি করে হত্যা করে। নিহত বন্দুকধারীর নাম থমাস জেকব স্যানফোর্ড (৪০), যিনি নিকটবর্তী বার্টন শহরের বাসিন্দা। তদন্তে জানা গেছে, হামলাকারী চার্চের দরজায় একটি গাড়ি ঢুকিয়ে ভেতরে ঢোকে এবং স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায়। এরপর সে গ্যাসোলিন ব্যবহার করে চার্চে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুরো চার্চ প্রায় ধ্বংস হয়ে গেছে। অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ) ব্যুরোর ডেট্রয়েট শাখার বিশেষ এজেন্ট জেমস ডেয়ার জানিয়েছেন, “আমরা বিশ্বাস করি হামলাকারী...