জীবনের বড় স্বপ্নের একটি পূরণ হলো। ‘টুয়েলভথ ফেল’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন বিক্রান্ত ম্যাসি। গত মঙ্গলবার তাঁর হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সঙ্গে একই পুরস্কার পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় পুরস্কার ঘিরে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন বিক্রান্ত। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এ এক ভীষণই সুন্দর অনুভূতি। ঘরে ফেরার পর মনে হয়েছে, সত্যিই আমার জীবনে এটা ঘটেছে! আমার বহুদিনের স্বপ্ন পূরণ হলো।’ তিনি আরও বলেন, ‘২০২১ সালে এক টেলিভিশন ধারাবাহিকের শুটিং শেষ করে বরোদা থেকে ফিরছিলাম, তখন থেকেই এই স্বপ্নের জাল বুনতে শুরু করি। স্বপ্নকে ছুঁয়ে ফেলার অনুভূতি সত্যিই অন্য রকম। এই পুরস্কার আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে। নিজের কাজকে আরও সুন্দরভাবে করা,...