স্ত্রী শাহজাবিন হকের জমানো ৯০ হাজার টাকা দিয়ে দুজন মিলে ই–কমার্স ব্যবসা শুরু করেছিলেন তরিকুল ইসলাম। দুজনই চাকরি ছেড়ে শুরু করেন জুতার ব্যবসা, নাম জুকো। অনলাইনের পাশাপাশি এখন দুটি শাখাও আছে। এখন ৯০ কর্মী কাজ করেন তরিকুল–শাহজাবিন দম্পতির উদ্যোগে। জুকোর বার্ষিক লেনদেন (টার্নওভার) এখন প্রায় আট কোটি টাকা। শিক্ষক দম্পতি প্রয়াত শহিদুল ইসলাম ও লুৎফুন্নেসার ছেলে তরিকুল ইসলাম। পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুরানদারপুর গ্রামে জন্ম। ঢাকার সরকারি বাঙলা কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষে ২০১৫ সালে নর্দান ইউনিভার্সিটি থেকে বিপণন বিষয়ে এমবিএ ডিগ্রি নেন। একটি কুরিয়ার প্রতিষ্ঠানে চাকরির কারণে ২০১৭ সাল থেকে ই–কমার্স খাত সম্পর্কে তাঁর ভালো জানাশোনা তৈরি হয়। ২০১৯ সালে ছোট্ট একটি ই–কমার্স সাইটে চাকরি শুরু করেন তিনি। প্রতিষ্ঠানটি শুধু টি–শার্ট বিক্রয় করত। সেখানকার অপারেশন হেড ছিলেন তরিকুল ইসলাম।...