আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি প্রবাসী ভোট যাতে ধানের শীষের পক্ষে আসে এজন্য আমাদের এখন থেকে উদ্যোগ নিতে হবে। প্রবাসে বসবাসকারী বিএনপির প্রতিটিকর্মী এখন থেকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। প্রবাসী ভাই-বোনদের কল্যাণে আমাদের আরো বেশি করে মনযোগী হতে হবে। মনে রাখতে হবে, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট জয় পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ব্যক্তিগত মোবাইল ফোনে যুক্ত হয়ে তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তারেক রহমানের বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেন। তারেক...