রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে এক রাতে বিশাল ও তীব্র ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত শনিবার রাতভর এই হামলায় রাশিয়া মোট ৫৯৫টি ড্রোন ও ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।ইউক্রেন দাবি করেছে, এর মধ্যে ৫৬৮টি ড্রোন ও ৪৩টি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে এই ব্যাপক হামলায় অন্তত চারজন নিহত এবং আরও বেশ কয়েক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।১২ ঘণ্টারও বেশি সময় ধরে এই হামলা চলে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যার প্রধান লক্ষ্য ছিল কিয়েভ। হামলার তীব্রতা এতটাই ছিল যে প্রতিবেশী দেশ পোল্যান্ড তাদের দক্ষিণাঞ্চলের দুটি শহরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পোল্যান্ডের বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো আকাশে টহল দেয়।কিয়েভের বাসিন্দারা জানিয়েছেন, বিকট বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভাঙে। আকাশে রুশ ড্রোন উড়তে দেখা...