কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক বিএনপি নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়াবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রবিবার সকালে আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন আহত বিএনপি নেতার ভাই দুলাল শেখ। আহত ওই নেতার নাম মো. রাশিদুল জাম্মান (৫৫)। তিনি কয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল দুপুরে সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন আহত বিএনপি নেতা রাশিদুল জাম্মান। তার হাত, মুখ, পিঠ, পায়ের মাংসপেশিতে আঘাতের ক্ষত রয়েছে । এ সময় আহত বিএনপি নেতা ও ইউপি সদস্য রাশিদুল জাম্মান বলেন, কালোয়া...