গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকা- হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে গেছে হিট মেশিন ও মালামাল। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত জিএমএস কম্পোজিট লিমিটেড নামের পোশাক কারখানায় এ অগ্নিকা- ঘটে। কাশিমপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাসারফ হোসেন বলেন, বিকেলে জিএমএস কম্পোজিট লিমিটেড নামের পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের...