খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের খাদ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা রয়েছে যে, তারা দায়িত্ব পালনে যতদিন থাকবে ওই সময়ের মধ্যে যে পরিমাণ খাদ্য মজুদ রাখা উচিত, তা সঠিকভাবে সম্পন্ন করবে।’ গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন খাদ্যগুদাম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি উপজেলা সদরে ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতার খাদ্যগুদাম নির্মাণ প্রকল্প এলাকা ঘুরে দেখেন। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি নির্ধারিত সময়ে নির্মাণকাজ সম্পন্ন করার তাগিদ দেন। খাদ্য উপদেষ্টা আরও বলেন,...