ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন (ইসি)। এরপর বেশ কয়েক মাস ধরে জাতীয় প্রতীক শাপলাকে দলীয় প্রতীক করা নিয়ে চলছে বিতর্ক। দিন দিন এ বিতর্ক জোরালো হচ্ছে। যদিও আইন ও সংবিধান বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, জাতীয় প্রতীক শাপলা শুধু রাষ্ট্রের দাপ্তরিক কাজে ব্যবহার করা যাবে, অন্য কেউ ব্যবহার করলে তা হবে আইন ও সংবিধানের লঙ্ঘন। ফলে দলীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেওয়া হলে তা হবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলাকে তাদের দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দাবি করে আসছে। ইসি তাদের সেই দাবিকে নাকচ করেছে। গত ২৪ সেপ্টেম্বর দলটি ফের ইসিতে আবেদন করেছে। এরপরও ইসি তাদের আগের অবস্থানই তুলে...