নতুন দিনের শুরুতে জেনে নিন তারকার ইঙ্গিত—আজ কেমন যাবে আপনার দিন? কে পাবেন সাফল্যের সুযোগ, কার জীবনে আসবে চমক বা সতর্কবার্তা? দেখে নিন, আজ আপনার রাশিফল কী বলছে! মেষ রাশি:আজকের দিনটি কিছুটা চাপে কাটতে পারে। অতিরিক্ত চিন্তা না করে মন যা চায়, তাই করুন।কাউকে ব্যাখ্যা দিতে যাবেন না। নিজের সমস্যার সমাধান নিজেকেই খুঁজতে হবে—তাই নীরবে পরিস্থিতি সামাল দিন। বৃষ রাশি:আজকের দিনটি আপনার জন্য শুভ। কাছের কারও সঙ্গে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং ভেবেচিন্তে পদক্ষেপ নিন। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। মিথুন রাশি:যা পাননি, তা ভেবে হতাশ হবেন না। বর্তমানকে উপভোগ করুন। লক্ষ্য ঠিক রেখে এগিয়ে চললে সাফল্য আসবেই। অন্যের আবেগের মূল্য দিন, তবে জোর করে কাউকে খুশি করতে যাবেন না। কর্কট রাশি:বহুদিনের অপূর্ণ আশা...