ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য শরিয়াহ সুপারভাইজরি কমিটি (এসএসসি) গঠন, সদস্য নিয়োগ, অপসারণ এবং দায়িত্ব-কর্তব্য নির্ধারণে নতুন নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নীতিমালার মাধ্যমে ইসলামী ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শরিয়াহসম্মত অনুশীলন আরও শক্তিশালী হবে বলে আশা করা যাচ্ছে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। শরিয়াহ সুপারভাইজরি কমিটি সদস্যদের মাসিক সম্মানী ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং প্রতি সভায় অংশগ্রহণের জন্য ৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে।২০০৯ সালে শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছিল, তবে তাতে সদস্য সংখ্যা, সম্মানী, মেয়াদ এবং দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা ছিল না। নতুন নীতিমালায় এসব বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়...