বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকসের ২০২২’ বা এসভিআরএস-২০২২ (প্রকাশ ২০২৪) তথ্য অনুসারে, দেশে মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। দেশের মোট মৃত্যুর ২১ শতাংশ ঘটছে হৃদরোগের কারণে। মোট মৃত্যুর ১৭ দশমিক ৪৫ শতাংশের কারণ হার্ট অ্যাটাক। অন্যদিকে, তালিকার ৮ নম্বরে রয়েছে নানা ধরনের হৃদরোগ, যা মোট মৃত্যুর ৩ দশমিক ৬৭ শতাংশ। হার্ট অ্যাটাক ও নানা ধরনের হৃদরোগ মিলিয়ে ২১ দশমিক ১২ শতাংশ মৃত্যুর কারণ হৃদরোগ। অর্থাৎ দেশে প্রতি পাঁচটি মৃত্যুর একটি হচ্ছে হৃদরোগে। হৃদরোগ নিয়ে বিবিএসের এমন পরিসংখ্যান উদ্বেগজনক হলেও দেশে সরকারি পর্যায়ে হৃদরোগের চিকিৎসা ব্যবস্থা প্রতিনিয়ত দুর্বল হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে দেশের একমাত্র বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠানে ইউনিট অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। সাতটি ক্যাথল্যাবের তিনটি বিকল হয়ে পড়ে আছে। প্রশিক্ষিত জনবল না থাকায় পড়ে থেকে নষ্ট হচ্ছে জটিল...