প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম কাটা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংলাপে এ কথা জানান তিনি। খবর বিবিসি বাংলা। সিইসি বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা অনেক কাজ ইতিমধ্যে সম্পন্ন করতে পেরেছি। সবচেয়ে বড় কাজ যেটা করতে পেরেছি, সেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা। এটা একটা বিশাল কাজ। আমরা প্রায় ২১ লাখ মৃত ভোটার কর্তন করতে পেরেছি।’ কমিশন নয়টি আইন সংশোধন করেছে উল্লেখ করে সিইসি আরো জানান—মোটামুটি নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যা যা করা দরকার, সেক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছেন। এছাড়া জনসংখ্যা নিয়ে বিবিএসের ডেটা প্রশ্নবিদ্ধ বলে মনে করেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। তিনি বলেন, একবার...