এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এক প্রশ্নের জাবাবে সাংবাদিকদের বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টদের দোসররা অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকদের প্রশ্ন ছিল, ফ্যাসিস্টের সহযোগী এবং পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবেন। জবাবে উপদেষ্টা বলেন, এগুলোর প্রতিবাদ করে প্রকৃত তথ্য সবার সামনে তুলে ধরে আপনারাই (সাংবাদিক) মোকাবিলা করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ঘটনাই ঘটুক, আপনারা সঠিক সংবাদ পরিবেশন করবেন। আপনাদের সঠিক সংবাদ পরিবেশনে ইতোমধ্যে দেশবাসী উপকৃত হয়েছে। এবার অনেক ভালোভাবে পূজা উদযাপন হবে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কিছু ফ্যাসিস্টের দোসর সব জায়গায় আছে, তারা পূজাকে কেন্দ্র করে এই কথাটাই প্রচার করতে চাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র...