বাংলাদেশের মানুষের কাছে, ছোট ছোট ছেলে-মেয়ের কাছে, বাচ্চাদের কাছে, ক্রিকেট মানেই সাকিব! আমাদের সাকিব-আল-হাসান! আমার ভাই সাকিব বলতে অজ্ঞান ছিল। আমার বিশ্বাস, যতগুলো বাচ্চা মারা গিয়েছিল আন্দোলনে, সবার ই তাই! যেই বাচ্চাগুলো এখন আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছে,তারাও তাই! সাকিব ফ্যান!আমার সিদ্ধান্ত ঠিক ছিল, ক্রিকেটার সাকিব ইস্যুতে আসিফ মাহমুদএই সাকিব, যেদিন শহীদ নাফিজ মারা গেল, রিকশায় তার মৃতদেহের কপালে বাংলাদেশের পতাকা বাঁধা ছিলো-আমরা সবাই তার পোস্টের আশায় আশায় ছিলাম যে এবার তো সাকিবের পক্ষ থেকে একটা প্রতিবাদমূলক পোস্ট পাবোই!! কিন্তু না,সে আমোদ-ফূর্তিতে পোস্ট করলো, 'আ ওয়েল স্পেন্ট ডে ইন টরোন্টো'!এই পুরো জেনারেশনের মন সেদিন এই সাকিব ভেঙে দিয়েছিলো! তবুও, সুশীলেরা আস্তে আস্তে তাকে মাফ করে দিচ্ছিলো,যে কি ই বা করার ছিলো, তার ক্যারিয়ার নষ্ট করবে নাকি সে? ব্যক্তি সাকিব...