ময়মনসিংহের নান্দাইলে প্রবাসফেরত এক যুবকের চোখ উপড়ে দেওয়া, হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩০)। তিনি উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামের আবুল কালামের ছেলে।পুলিশ ও নিহতের স্বজনদের দাবি, মাদকবিরোধী অবস্থানের কারণেই আলমগীরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন আলমগীর হোসেন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী মধ্য বাজার এলাকার একটি বাঁশবাগানের ঝোপ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুঁতে রাখা বস্তাবন্দী মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ জানান,...