পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাঁচটি মোটরসাইকেলে কয়েকজন তরুণ মহাস্থানের দিকে যাচ্ছিলেন। তারা বেপরোয়া গতিতে রেস করছিলেন। একপর্যায়ে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একটি মোটরসাইকেলের আরোহী আবিদ হাসান (১৮) ও মো. জিহাদ সরকার (১৮) ঘটনাস্থলেই মারা যান। অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত আবিদ হাসান শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়া এলাকার ওয়াজেদ সরকারের ছেলে। জিহাদ সরকার একই উপজেলার মেঘাখর্দ্দ এলাকার মন্তেজার রহমানের ছেলে। কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এসে জানতে পারি, কয়েকটি মোটরসাইকেল রেস করছিল। দুটি...