হৃদরোগ বিশ্বের এক নম্বর ঘাতক। ক্যানসারের চেয়েও মারাত্মক রোগ এটি। বিশে^ প্রতি বছর প্রায় দুই কোটি মানুষের জীবন কেড়ে নেয়। বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ ঘটে হৃদরোগে। অথচ ৮০ শতাংশ পর্যন্ত হৃদরোগজনিত অকাল মৃত্যু প্রতিরোধযোগ্য। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, একটু সচেতন হলে এ মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। তারা বলেছেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এগুলো হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত দুশ্চিন্তা, ধূমপান, কায়িক পরিশ্রম না করা, পরিবেশ দূষণ, উচ্চ রক্তচাপ, জাংকফুড খাওয়া, চর্বিযুক্ত খাদ্য গ্রহণ, তামাক ব্যবহার, মাদকদ্রব্য গ্রহণ এবং সুষম খাবারের অভাব। এমন বাস্তবতায় মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করতে প্রতি বছরই সারা বিশ্বে ২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদরোগ দিবস পালিত হয়। আজ সোমবার বিশ্ব হার্ট দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডোন্ট মিস এ বিট’। দিবসটি উপলক্ষে সরকারি ও...