রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জুম্ম ছাত্র-জনতা নামে সংগঠনটির ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, গুইমারায় দোকানপাট ও বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের নির্মম প্রতিবেদন এসেছে। আমরা এই বর্বরতা ও ন্যায়বিচারের অনুপস্থিতি কঠোরভাবে নিন্দা জানাই ও প্রতিবাদ করছি। ৮ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো এবং সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলে জানানো হয়। ৮ দফার মধ্যে স্কুল ছাত্রীকে ধর্ষণে জড়িত অপর দুজনকে গ্রেপ্তার, শাস্তি ও ভুক্তভোগীকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন করা, ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করা...