পটুয়াখালীর দশমিনায় প্রান্তিক ও হতদরিদ্র নারীদের কৃষি কাজে উৎসাহিত করতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের পর প্রায় তিন শতাধিক নারীর মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলজ গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেতাগী-সানকিপুরা এলাকায় সফল কৃষি উদ্যোক্তা মো. রাসেল হাওলাদারের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নিজের জীবনের কথা তুলে ধরে রাসেল বলেন, তিনি একজন হতদরিদ্র পরিবারের সন্তান। মাত্র এসএসসি পর্যন্ত পড়াশোনা করে তিনি কৃষিকাজে মন দেন এবং ৮ বছরে একজন সফল চাষী হয়ে ওঠেন। কৃষিকাজে সফলতার জন্য তিনি একাধিক পুরস্কারও পেয়েছেন। রাসেল বলেন, দেশের অর্ধেকেরও বেশি নারী। আমাদের এই কৃষিপ্রধান অঞ্চলে নারীদের কৃষিকাজে উদ্ভুদ্ধ করা গেলে তারা স্বাবলম্বী হবেন এবং দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। এই কারণেই তিনি নারীদের মাঝে গাছের চারা ও তার...