নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও। মি. রাসেল একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার ভবিষ্যতে ১,০০,০০০ টাকা প্রয়োজন। এ জন্য তিনি বর্তমানে ১০ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে ৭ বছর মেয়াদে বিনিয়োগ করতে রাজি আছেন। ১. মি. রাসেল বর্তমানে কত টাকা বিনিয়োগ করলে তা ১,০০,০০০ টাকায় পরিণত হবে? ২. যদি চক্রবৃদ্ধি সুদের হার ৮ শতাংশ হয় তাহলে মি. রাসেলকে কত টাকা বিনিয়োগ করতে হবে? ৩. ব্যাংকে টাকা জমা রাখলে কীসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়? ৪. ‘অ’ ১ বছর পরে ‘ই’ এর কাছ থেকে ১০০ টাকা পাবে। সুদের হার ১০ শতাংশ তাহলে ওই টাকার বর্তমান মূল্য কত হবে? ৫. একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে? ৬. অর্থের সময়ের মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কীসের পরিমাণ...