সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ভক্ত ও পূজারীদেরকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে নাগরিকদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ভক্ত ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, আমাদের দেশের হাজার বছরের ঐতিহ্য হিন্দু - মুসলমান- বৌদ্ধ- খ্রীষ্টার্ণ সবাই মিলে মিশে এক অনবদ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বসবাস করছে। বিভিন্ন সময়ে কেবলমাত্র রাজনৈতিক কারণে একটি অশুভ চক্র ষড়যন্ত্র করে পূজার সময় নানা কৌশলে এই সম্প্রীতি বিনষ্ট করার অপতৎপরতা চালিয়েছে। এই অপতৎপরতায় সাময়িক...