জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দিপু হায়দার খান বলেছেন দলে একাধিক প্রার্থী থাকতে পারে, আমাদের নেতা তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন আমরা সকল প্রার্থী তার হয়ে কাজ করব।এ বিষয়টি বিএনপির জন্য ভালো দিক। রাজনীতি করা মানে দেশ ও জনগণকে সেবা দেওয়া। এমপি হয়েই দেশ ও মানুষের কাজ করতে হবে এ কথার সঙ্গে আমি একমত না।সেবা করতে হলে সব জায়গা থেকেই করা যায়। এমপি হতে না পারলেও বসে থাকব না। মানুষের সেবায় নিয়োজিত থাকব। সে লক্ষ্য নিয়েই আগামীর পথচলা।বিএনপি অনেক বড় একটি দল। সারা দেশে এমপি হবেন ৩০০ জন। আর এ দলে কয়েক হাজার প্রার্থী রয়েছে। এমপি হতে না পারলেই আমার স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে তা সঠিক কথা নয়।তিনি বলেন, এমপি হওয়া মানে রাজনৈতিক সফলতা নয়।...