২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। সীমান্ত সমস্যা, ভিসা নীতি থেকে শুরু করে রাজনৈতিক বক্তব্য সবকিছুতেই তীব্রতা বেড়েছে। যদিও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দিল্লি-ঢাকার আলোচনা অব্যাহত রয়েছে।এমন পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি করেন, দেশের অন্তত ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত।গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। ভারতের হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭১ সালে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা বদনাম চাপানো হয়েছিল। এবার ভারত যদি দেশে ঢুকে পড়ে, তবে সেই বদনাম মুছে যাবে এবং প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ মিলবে।”তাহের আরও...