জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও চীনের চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অন্তর্ভুক্ত সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশানোলজির (SCSIO) মধ্যে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চীনের গুয়াংজু শহরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং ইএসই বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী। অন্যদিকে এসসিএসআইওর পক্ষ থেকে অংশ নেন অধ্যাপক চিয়াং লিন, অধ্যাপক জিয়ানওয়েই চি এবং অধ্যাপক চুয়ানসিও লুও। চুক্তিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং চীনের পক্ষে স্বাক্ষর করেন এসসিএসআইওর উপমহাপরিচালক অধ্যাপক ড. চিয়াং লিন। এ সময় চুক্তিতে প্রতিস্বাক্ষর করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও...