আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে যখন জুলাই হত্যাযজ্ঞের ভিডিওচিত্র প্রদর্শন করা হচ্ছিল, তখন পুরো আদালত কক্ষে নেমে আসে গভীর নীরবতা। ভয়াল সেই দৃশ্য দেখে কারও কারও চোখ ভিজে ওঠে অশ্রুতে। বিশেষ করে ঘটনাপর্বে আসামি থেকে পরবর্তীতে রাষ্ট্রের সাক্ষী হওয়া তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বারবার চোখ মুছতে দেখা যায়। আদালতে একে একে দেখানো হয় জুলাই-আগস্টের বিভীষিকাময় ১৭টি ভিডিও। এর মধ্যে ছিল— * সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা,* আশুলিয়ায় ছয়জনকে জীবন্ত পোড়ানো,* ফার্মগেটে গোলাম নাফিস হত্যা,* চাংখার পুলে শহীদ আনাজসহ ছয়জনকে হত্যা,* যাত্রাবাড়িতে তাইম হত্যার দৃশ্য। ভিডিওচিত্রে হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন—“আমি গুলি বা বোমা বর্ষণের কোনো দৃশ্য দেখতে পাইনি। সাউন্ড গ্রেনেটের ধোঁয়া দেখা গেছে, কিন্তু আকাশ থেকে গুলি চালানো বা বিস্ফোরণের দৃশ্য...