জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভাগ ও সংস্কার নিয়ে সতর্কবার্তার পরপরই সংস্থার সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি সরকার বিলুপ্ত করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাকের উপসচিব বিভীষণ কান্তি দাশ সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটির কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। এনবিআর-এর সংস্কার নিয়ে আগের দিন শনিবার (২৭ সেপ্টেম্বর) পরামর্শক কমিটির এক সদস্য অধ্যাদেশ অনুযায়ী সংস্থাটিকে দুটি ভাগে— রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা ভাগ করলে তা জাতির জন্য ‘ভয়ংকর পরিস্থিতি’ সৃষ্টি করতে পারে-এমন মন্তব্যের পর পরামর্শক কমিটির বিলুপ্তির ঘটনা ঘটলো। পরামর্শক কমিটির ওই সদস্য ও এনবিআর-এর সাবেক সদস্য ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা কমিটি থেকে যে সুপারিশ দিয়েছি, তা সেভাবে বাস্তবায়িত হয়নি। যদি ভুলভ্রান্তি কোনও বিদ্বেষ থেকে বা অযাচিতভাবে করা হয়, তাহলে পরিস্থিতি ভয়ংকর হবে। ’ গত বছরের ৯ অক্টোবর এনবিআরের সংস্কার ও রাজস্ব নীতি...