প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশের পর সরকারি সাত কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঢাকার সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় হলে শিক্ষকদের চাকরি, কলেজের সম্পত্তি, কলেজভিত্তিক বিষয় বিলুপ্তি, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতা তৈরিসহ ধর্মীয় শিক্ষার বিষয় বাদ পড়া নিয়ে জটিলতা স্পষ্ট হয়ে উঠেছে। সাত কলেজের শিক্ষার্থীরা বলছেন, প্রকাশিত খসড়া অধ্যাদেশ বাস্তবায়িত হলে সাত কলেজ স্বাতন্ত্র্য হারাবে। এজন্য তারা সাত দিনের মধ্যে একটি কমিশন গঠন করে তারা অধ্যাদেশ প্রণয়নের দাবি জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রকাশ করা হয় গত ২৪ সেপ্টেম্বর। সাত কর্মদিবসের মধ্যে অনলাইনে ই-মেইলে এবং সচিবালয়ে একজন সিনিয়র সহকারী সচিবের কাছে মতামত পাঠাতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। খসড়া অধ্যাদেশ অনুযায়ী, সাতটি কলেজ হবে সেন্ট্রাল ইউনিভার্সিটির...