দুবাইয়ে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করেছে ভারত। ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল এক বিতর্কিত দৃশ্য।এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল। তবে ট্রফি প্রদানের মুহূর্তে খেলোয়াড়দের এই অস্বীকৃতি রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট মহলে। পুরস্কার বিতরণীর মঞ্চে থাকলেও এসিসি ও পিসিবি চেয়ারম্যান নাকভি চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড...