সারা দেশে হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভোগান্তির শেষ নেই। জেলাগুলোর বেশির ভাগ সরকারি হাসপাতালে আক্রান্তের জন্য কোনো প্রয়োজনীয় সেবা নেই। ঢাকার বাইরের রোগীরা সঠিক সময়ে ব্যয়বহুল এই চিকিৎসা না পাওয়ায় বিপদে পড়ছেন। ফলে রোগীদের সব চাপ ঢাকায়। আবার ঢাকায় সরকারিভাবে একমাত্র বিশেষায়িত হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ৮০ ভাগ রোগীর চাপ। এই চাপ সামলাতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। গত চার বছরে এই হাসপাতালে ভর্তি রোগী বেড়েছে ৮২ শতাংশ। সেই সঙ্গে বেড়েছে মৃত্যুও। সর্বশেষ চলতি বছরের ৮ মাসে মারা গেছেন ৪ হাজার ৮৪১ জন। এতে দেখা যায়, প্রতিমাসে মারা যান ৬০৫ জন এবং দিনে গড়ে মারা যান ২০ জন। ১২৫০ শয্যার এ হাসপাতালে গড়ে রোগী ভর্তি থাকছেন ১৬০০ জন। এতে প্রতিনিয়ত বাড়তি রোগীর জরুরি চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে...