শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা আপসহীন-সাজ্জাদ হোসেন হৃদয় : চাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলে ভিপি প্রার্থী হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। ছাত্রদলের সক্রিয় ও আলোচিত এই নেতা ‘মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা’ হিসাবে পরিচিত। ২০১৯ সালে তিনি ছাত্রলীগের হাতে নির্মম পাশবিকতার শিকার হন। মারধরের পর মারা গেছেন ভেবে তাকে ফেলে যায় তারা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি সেরে উঠেন। প্যানেল সাজানোর ক্ষেত্রে আপনারা কোন বিষয়টি প্রাধান্য দিয়েছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রদলের প্যানেল ঘোষিত হয়েছে সবার মতামতের ভিত্তিতে। চাকসু নির্বাচনের জন্য ২ শতাধিক নেতাকর্মী আগ্রহ প্রকাশ করেছিল। সেখান থেকে যারা অতীতে শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং বর্তমানে শিক্ষার্থীবান্ধব কাজ করে যাচ্ছেন, দল তাদের বেছে নিয়েছে। এখানে শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততা, অতীত ও...