অনেকেই প্রথমবার ফেসিয়াল করানোর পর মুখে ছোট ছোট লালচে দানা, ত্বকে চুলকানি, জ্বালা কিংবা খসখসে ভাব অনুভব করেন। উজ্জ্বলতা বাড়ানোর বদলে উল্টো সমস্যাই শুরু হয়। এই ধরনের সমস্যার চিকিৎসার জন্য ওষুধ লাগানো, চিকিৎসকের কাছে যাওয়া এসব করতে হয়, যা ঝামেলারও বটে। তাই ত্বকের যত্ন অবশ্যই দরকার, তবে সেটা হওয়া উচিত সতর্কতার সঙ্গে। বর্তমানে কম সময়ে সৌন্দর্য বাড়াতে অনেকে বিভিন্ন রকম প্রসাধনী বা স্কিন থেরাপি ব্যবহার করেন বা পার্লারে যান। কিন্তু সব কিছুই সবার ত্বকের জন্য উপযোগী নয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, শুরুতে কোনো সমস্যা বোঝা যায় না, কিন্তু কিছু দিন পর থেকেই ত্বকে এমন সমস্যা দেখা দেয়, যা দীর্ঘমেয়াদে বড়সড় চর্মরোগে পরিণত হতে পারে। চলুন, জেনে নিই ফেসিয়াল বা প্রসাধনীর প্রতিক্রিয়া থেকে কী ধরনের রোগ হতে পারে। ফেসিয়াল, হেয়ার ডাই,...