এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পণ্য, ধারণা এবং সংস্কৃতি পরিবহনের ক্ষেত্রে জাহাজের ভূমিকা ছিল অপরিহার্য। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব সমুদ্র মানবসভ্যতার আঁতুড়ঘর। জাহাজ, নাবিক এবং নেভিগেশন (পথনির্দেশনা) কেবল ভ্রমণের মাধ্যম নয়, বরং ইতিহাসের চালিকাশক্তি, সংস্কৃতি ও বাণিজ্যের সেতু। লাখ লাখ বছর ধরে মানুষ জলপথে যাতায়াত করেছে, যা তাদের আবিষ্কার, বিজয় এবং বৈশ্বিক যোগাযোগের পথ খুলে দিয়েছে। এই নিবন্ধে আমরা সমুদ্রের সঙ্গে মানুষের সম্পর্ক, জাহাজের গুরুত্ব, নেভিগেশনের কৌশল, বিশ্ব ইতিহাসে এর ভূমিকা এবং আধুনিক প্রেক্ষাপটে এর বিবর্তন নিয়ে আলোচনা করব। সমুদ্র ও মানুষের সম্পর্ক চিরন্তন, ভয়াবহ ও বিস্ময়কর। প্রাচীনকাল থেকেই সমুদ্র খাদ্য, সম্পদ এবং ভ্রমণের সহজতম পথ সরবরাহ করেছে। জাহাজ তৈরির মাধ্যমে মানুষ এই বিশাল জলরাশিকে জয় করে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কেন জাহাজ মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ :...