দেশীয় চলচ্চিত্রে অপ্রতিদ্বন্দ্বী একটি নাম শাকিব খান। টানা ২০ বছর ধরে ঢাকাই সিনেমায় শীর্ষস্থান দখল করে রেখেছেন তিনি। দর্শকের কাছে এখন তিনি হয়ে উঠেছেন ‘ঢালিউড মেগাস্টার’। বর্তমানে দেশীয় চলচ্চিত্রে শাকিব খান ছাড়া কোনো নায়কই সাফল্যের দেখা পাচ্ছেন না। এমনকি শাকিব ছাড়া বাণিজ্যিক কোনো সিনেমায় ডাক পাচ্ছেন না অন্য নায়করা। ফলে অনেকেই শখের চলচ্চিত্র থেকে দূরে সরে যাচ্ছেন একটু একটু করে। এরই মধ্যে অনেক উঠতি নায়ক পাড়ি জমিয়েছেন বিদেশের মাটিতে। অন্যদিকে শাকিব খান যেখানে হাত দিচ্ছেন সেখান থেকেই সাফল্য ছিনিয়ে আনছেন। গত দু’তিন বছরে নিজেকে বারবার ভেঙেছেন এই শীর্ষ তারকা। একেক সিনেমায় একেক লুকে হাজির হচ্ছেন তিনি। এবার প্রায় দুই মাস পর যুক্তরাষ্ট্র থাকার পর কয়েকদির আগে দেশে ফিরে নতুন মিশন শুরু করতে যাচ্ছেন তিনি। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে...