একই ঘরে থেকে একই রুটিনে চলতে থাকলে অনেক সময় জীবনকে একঘেয়ে মনে হয়। বিশেষ করে দীর্ঘ সময় কাজ বা পড়াশোনার চাপে বন্দি থাকলে মন বিরক্ত হয়ে ওঠে। তবে চাইলে কয়েকটি সহজ উপায় মেনে চলেই ঘরের ভেতর থেকে সেই একঘেয়েমি দূর করা সম্ভব। ঘরের পরিবেশে আনুন পরিবর্তনএকই সাজসজ্জা বারবার চোখে লাগলে একঘেয়েমি বাড়তে পারে। তাই ঘরের আসবাবপত্রের অবস্থান বদলান, জানালার পর্দা বা বেডশিট পাল্টান, দেয়ালে কিছু ছবি বা শোপিস লাগান। ছোটখাটো এই পরিবর্তনেই ঘরে আসবে নতুনত্ব আর মনও হবে সতেজ। শখের কাজে সময় দিনদিনের কাজের ফাঁকে প্রিয় শখের জন্য কিছু সময় বের করুন। রান্না, বাগান করা, ছবি আঁকা, গান শোনা কিংবা কোনো বাদ্যযন্ত্র বাজানো— যা-ই ভালো লাগে তাই করুন। নিজের শখে ডুবে থাকার আনন্দ একঘেয়েমি দূর করার সবচেয়ে সহজ উপায়। নতুন...